Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন 
   ভৃগুচিহ্ন  প্রদীপ সেন   আগরতলা, ১৬/১০/২২
পথের ডাকে বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি। জেনেও অজ্ঞানী হয়েই থাকিচিরপথিক থাকে না কেউই এখানে, সবাইকে ফিরে যেতে হয় সেই যাত্রাবিন্দুতেই স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়বেলায় বেল…

 


সৃষ্টি সাহিত্য যাপন 


   ভৃগুচিহ্ন

  প্রদীপ সেন 

  আগরতলা, ১৬/১০/২২


পথের ডাকে 

বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি। 

জেনেও অজ্ঞানী হয়েই থাকি

চিরপথিক থাকে না কেউই এখানে, 

সবাইকে ফিরে যেতে হয় সেই যাত্রাবিন্দুতেই 

স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়

বেলায় বেলায়, আগবেলায় অথবা বারবেলায়। 

তুচ্ছাতিতুচ্ছ নুড়ি কুড়িয়ে কুড়িয়ে

ঝোলা ভরে তুলে নিয়েছি কাঁধে।

সম্বিত হারিয়ে ফেলে ভুলেই ছিলাম 

বাড়ি ফেরার পথে কুড়িয়ে পাওয়া নুড়িপাথর

জমা রেখে যেতে হয় ঘাটের এপারে, জমাখানায়। 

তারপর একবার নৌকো ছেড়ে দিলে 

কেটে যায় পিছু টান, ছিঁড়ে যায় গাঁটছড়া। 

তবুও কি মুছে যায় সবকিছু?

হয়তো থেকে যায় ভৃগুচিহ্ন পথে বিপথে 

পথিকের তীর্থে-অতীর্থে ব্রজনের সাক্ষী হয়ে।