সৃষ্টি সাহিত্য যাপন
#উৎসব_শেষের_পালা
চারিদিকে কেমন দিগভ্রান্ত স্তব্ধতার মায়াময় বিষন্নতা।একে-একে বিদায়ী মেঘ শামিয়ানায়, জায়গা করে নিচ্ছে প্রগাঢ় হিম।ভাঙা দেউল,আধবোজা দু-একটা আকাশপ্রদীপ, বারোমেসে উদাসীনতায় ঘিরে ধরছে অবসন্ন ছায়ার মত।মিল…
সৃষ্টি সাহিত্য যাপন
#উৎসব_শেষের_পালা
চারিদিকে কেমন দিগভ্রান্ত স্তব্ধতার মায়াময় বিষন্নতা।
একে-একে বিদায়ী মেঘ শামিয়ানায়, জায়গা করে নিচ্ছে প্রগাঢ় হিম।
ভাঙা দেউল,আধবোজা দু-একটা আকাশপ্রদীপ, বারোমেসে উদাসীনতায় ঘিরে ধরছে অবসন্ন ছায়ার মত।
মিলিয়ে যাচ্ছে,
ছাতিমের সান্ধ্যকালীন সুঘ্রাণ।
মনে হয়, এত দীর্ঘমেয়াদী আয়োজন,প্রতীক্ষার কি-ই বা প্রয়োজন !
শরতের শিশিরভেজা নীরবতার একবার স্পর্শলাভের আকাঙ্খার তীব্র আকুতি ভেসে গেল,
বিজয়ার, কিংবা কোজাগরীর বিসর্জনের হাত ধরে।
শেষ সম্বল শুধু দীপাবলির সলতেটুকু।
তারপর,
পালা রুক্ষতার বিরাগবেলার।
শান্ত,স্বপ্নালু সবুজে লাগবে ঘনরাত্রির নিঃসঙ্গতার ধূসর।
মৌমিতা
১১/১০/২২