শেষ চিঠিতুহিনা চক্রবর্তী ১৫-১১-২০২২আমাদের পথ চলা শেষ...নীল খামে মোড়া অসংখ্য চিঠির ভাঁজে পোড়া দাগ।তুমি শুধুই শেষটা জেনেছো শুরুটা কি কখনো পড়ে দেখেছো?
আজো কাঁটাঝোপ পেরিয়ে রক্তাক্ত পায়ে এগিয়ে চলেছো নিরুদ্বেগে।তোমার শরীর বেয়ে গড়িয়ে পড়…
শেষ চিঠি
তুহিনা চক্রবর্তী
১৫-১১-২০২২
আমাদের পথ চলা শেষ...
নীল খামে মোড়া অসংখ্য চিঠির ভাঁজে পোড়া দাগ।
তুমি শুধুই শেষটা জেনেছো শুরুটা কি কখনো পড়ে দেখেছো?
আজো কাঁটাঝোপ পেরিয়ে রক্তাক্ত পায়ে এগিয়ে চলেছো নিরুদ্বেগে।
তোমার শরীর বেয়ে গড়িয়ে পড়ছে জলস্রোত।
মুছে যাচ্ছে জলরঙে এঁকে রাখা যত ছবি।
শরীর বেয়ে উপচে পড়ছে দীর্ঘশ্বাস।
কিছুই আর অবশিষ্ট নেই।
শুধু জেগে আছে কৃষ্ণ চতুর্থীর উদাসী উপবাসী
চাঁদ।
অদৃশ্য এক সুখে বুকে বিপ্লবের জোয়ার
কে যেন বলছে তোমায়
একমুঠো চুম্বন দাও উপহার...