Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য-সম্মাননা

শিরোনাম--"""হৃদয়ের চুক্তি"""কলমে---জয়া গোস্বামী১৬-১১-২০২২
হৃদ দর্পণে একটা ছবি নিত্য ভাসে তখন মনে জাগে শিহরণ,ভালোবাসার এমন পূর্ণতা পায়মনে তখন হয় কম্পন।
ভালোবাসার উঠান জুড়ে অনুভূতিতোমার প্রেমের পাই …


 শিরোনাম--"""হৃদয়ের চুক্তি"""

কলমে---জয়া গোস্বামী

১৬-১১-২০২২


হৃদ দর্পণে একটা ছবি নিত্য ভাসে 

তখন মনে জাগে শিহরণ,

ভালোবাসার এমন পূর্ণতা পায়

মনে তখন হয় কম্পন।


ভালোবাসার উঠান জুড়ে অনুভূতি

তোমার প্রেমের পাই স্পন্দন,

মিলতে চায় অজুহাতে দুটি হৃদয় 

না পেলে করে ক্রন্দন।


হৃদয়ের আকাশে আজ খুশির রঙ

মিলনের বারি বর্ষণ,

উঠেছে রামধনু ভোরের আকাশে

করবে হৃদয় হরণ।


আবেগে ভেসে চলি প্রেম যমুনায়

দিগ্বিদিক জ্ঞান শূন্য,

মিলনের চাতক হয়ে করি তামাশা

কাছে পেলে জীবন ধন্য।


ইচ্ছে ডানা মেলে উড়ে যাই যেথা

যেখানে তোমার আনাগোনা,

অনুরাগে কেবল থাকে হৃদয় ছোঁয়া 

আমার নামটি শোনা।


তোমাকে না পেলে পাই না শান্তি

মনের অঙ্গীকার ভুলি,

অভিমানের আড়ালে আজও খুঁজি 

অনুভবে কথা বলি।


ভালোবাসার জন্য কেবল লুকোচুরি 

 কি ভাবে পাবে মুক্তি,

শুধুই হানাহানি করে কানাকানি 

 শেষে হৃদয়ের চুক্তি।