বাবলু বন্দ্যোপাধ্যায় কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে চলছে বর্ষব্যাপী নানা কর্মসূচি। ৭ই ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর গ্রামীন মেলা, প্রদর্শনী, শোভাযাত্রা, খেলাধুলা, সংস্কৃতির…
বাবলু বন্দ্যোপাধ্যায় কোলাঘাট
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে চলছে বর্ষব্যাপী নানা কর্মসূচি। ৭ই ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর গ্রামীন মেলা, প্রদর্শনী, শোভাযাত্রা, খেলাধুলা, সংস্কৃতির অনুষ্ঠানের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান হবে। রবিবার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে বিদ্যালয় এর উন্নয়নের সামিল হওয়ার বার্তা নিয়ে বাইক র্যালির মাধ্যমে ১২টি গ্রাম পরিদর্শন করতে দেখা গেল। এই র্যালির উদ্বোধন করেন কোলা ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্য, উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক ও প্রাক্তন ছাত্র বিশ্বনাথ ভূঁইয়া, গৌর মোহনদাস ঠাকুর সহ স্কুল থেকে বেরিয়ে যাওয়া অগণিত প্রাক্তন ছাত্র-ছাত্রী।