Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটের বরদাবাড়ে নিকাশী খালের উপর ব্রিজ নির্মাণ, জল নিকাশিতে বাধা সৃষ্টির আশঙ্কা করছে সাধারণ মানুষ

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটবর্ষাকালীন সময়ে বিস্তীর্ণ এলাকার জল কোলাঘাটের টোপা ড্রেনেজ খালের উপর দিয়ে পাস হয়। সেই খালের উপর পিএইচডি দপ্তর জলের পাইপ লাইন নিয়ে যাওয়ার জন্য ছোট ব্রিজ করছে। ব্রিজ করাকে কেন্দ্র করেই সংশ…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট

বর্ষাকালীন সময়ে বিস্তীর্ণ এলাকার জল কোলাঘাটের টোপা ড্রেনেজ খালের উপর দিয়ে পাস হয়। সেই খালের উপর পিএইচডি দপ্তর জলের পাইপ লাইন নিয়ে যাওয়ার জন্য ছোট ব্রিজ করছে। ব্রিজ করাকে কেন্দ্র করেই সংশ্লিষ্ট এলাকার মানুষজন নিকাশি ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করছে। এলাকাবাসীদের দাবি ব্রিজটি এমন ভাবে করা হছে যা জল নিকাশিতে চরমভাবে সমস্যার সৃষ্টি হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে কৃষক সংগ্রাম পরিষদ। শুক্রবার এ বিষয়ে কোলাঘাটের বিডিও কে একটি স্মারকলিপি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আরজি জানিয়েছে। উল্লেখ করা যায় বর্ষার সময় এই খাল দিয়ে পাঁশকুড়া এবং কোলাঘাট ব্লকের প্রায় পঞ্চাশটি মৌজার জল নিকাশি হয় । যেভাবে এই নির্মিত হচ্ছে ব্রিজটি তাতে সমস্ত রকম আবর্জনা আটকে জল নিকাশী ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করবে। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে ব্লক প্রশাসনকে অতিসত্বর এ বিষয়ে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ না হলে স্থানীয় মানুষ থেকে শুরু করে কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আন্দোলন যাওয়া হবে।