Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মমতা সরকারের ১১ বছর শাসনকালে কৃষির অবস্থা তলানিতে পৌঁছেছে, দাবি কৃষক সভার সম্মেলনে

বাবলু বন্দ্যোপাধ্যায়।      কোলাঘাটকৃষকদের মান মর্যাদা ফিরিয়ে আনার ক্ষেত্রে বাম সরকার প্রচেষ্টার খামতি রাখত না, বর্তমান তৃণমূল সরকারের ১১ বছরের ক্ষমতা কালে কৃষক সমাজ আজ দুর্বিষহের মধ্যে  দিন কাটাচ্ছে বলে মন্তব্য করা হল কৃষক সভার…



বাবলু বন্দ্যোপাধ্যায়।      কোলাঘাট

কৃষকদের মান মর্যাদা ফিরিয়ে আনার ক্ষেত্রে বাম সরকার প্রচেষ্টার খামতি রাখত না, বর্তমান তৃণমূল সরকারের ১১ বছরের ক্ষমতা কালে কৃষক সমাজ আজ দুর্বিষহের মধ্যে  দিন কাটাচ্ছে বলে মন্তব্য করা হল কৃষক সভার সম্মেলন থেকে। রবিবার সারা ভারত কৃষক সভার কোলাঘাট ব্লক কমিটির উদ্যোগে  ক্ষেত্রহাট হাইস্কুলে পঞ্চদশ সম্মেলনে  জেলা স্তরের নেতৃত্বদের বক্তব্যে প্রকাশ বাম সরকার চলে যাওয়ার পর তৃণমূল সরকার বর্তমানে ক্ষমতায়,  কৃষির উন্নতি কোথায়,  কৃষকরা কেন আত্মহত্যা করছে, কেন  সারের দাম বৃদ্ধি পাচ্ছে, কোটি কোটি টাকা ব্যয় যে কৃষক মান্ডিগুলি তৈরি করা হলো তার অপব্যবহার কেন হচ্ছে এর জবাব দান খয়রাতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দিতে হবে।  কৃষকদের পাশে বামেরা আগেও ছিল, ক্ষমতায় না থেকেও এখনো কৃষকদের পাশে বামেরা লড়াইয়ের ময়দানে রয়েছে বলে সম্মেলন মঞ্চ থেকে বক্তারা বক্তব্যে তুলে ধরেন। সম্মেলনে কৃষক নেতা সত্য রঞ্জন দাস,  মহাদেব মাইতি, অমল কুইলা, পূর্ব পাঁশকুড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক শেখ ইব্রাহিম আলী, কোলাঘাট ব্লকের নেতৃত্ব  সিদ্ধার্থ রাউত সহ জেলা ও ব্লক স্তরে নেতৃত্বরা উপস্থিত ছিলেন।   জানা যায় সম্মেলন থেকে আগামী দিনের পঞ্চায়েতের আগে কৃষকদের অর্জিত অধিকারের দাবিতে পথে নামবে সারা ভারত কৃষক সভা।