নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : জনগণের দৈনন্দিন জীবনের নানা সমস্যাকে সামনে রেখে রবিবার বিকেলে মেদিনীপুর শহরে পদযাত্রা অনুষ্ঠিত হলো সিপিআইএম মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে। "লুঠেরা তৃণমূলীদের তাড়াও, বাংলা বাঁচাও…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : জনগণের দৈনন্দিন জীবনের নানা সমস্যাকে সামনে রেখে রবিবার বিকেলে মেদিনীপুর শহরে পদযাত্রা অনুষ্ঠিত হলো সিপিআইএম মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে। "লুঠেরা তৃণমূলীদের তাড়াও, বাংলা বাঁচাও, বিজেপি হঠাও দেশ বাঁচাও" এই শ্লোগানকে সামনে রেখে এদিন সিপিআইএম মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে এই মিছিল সংগঠিত হয়। মেদিনীপুর শহরের পঞ্চুর চকের রবীন্দ্র মুর্তির পাদদেশ থেকে এদিনের পদযাত্রা শুরু হয়ে রাজাবাজার, কোতবাজার,বড় আস্তানা,গীর্জাচক, সিপাইবাজার, খাপ্রেল বাজার ,কেডি কলেজ রোড়,সরগম মোড় ,পোষ্ট অফিস রোড় হয়ে পুনরায় পঞ্চুর চকে শেষ হয়। এই মিছিল পাঁচটি ওয়ার্ডের বিভিন্ন বুধ এলাকা ছুঁয়ে যায়। বেকারদের চাকুরী, স্বচ্ছভাবে ধারাবাহিক নিয়োগ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হ্রাস, ওষুধ সহ নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে জিএসটি প্রত্যাহার,শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতী ও অন্যান্য দুর্নীতে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ নানা দাবিতে সোচ্চার হন মিছিলে অংশগ্রহণাকারীরা। এদিনের মিছিলে নেতৃত্ব দেন দলের এরিয়া কমিটির সম্পাদক কুন্দন গোপ,সিপিআইএম নেতা সুকুমার আচার্য,প্রমুখ।এদিনের মিছিলে দুই শতাধিক সিপিআইএম কর্মী সমর্থক ও বামপন্থী গনসংগঠন গুলির সদস্য-সদস্যারা যোগ দেন। উল্লেখ্য এর আগে গত মঙ্গলবার একই দাবিতে শহরের অন্য এলাকায় সিপিআইএমের পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে মিছিল সংগঠিত হয়েছিল।