Page Nav

HIDE

Post/Page

May 21, 2025

Weather Location

Breaking News:

গ্রাম জাগাও চোর তাড়াও বাংলা বাঁচাও স্লোগান নিয়ে মিছিল প্রান্তিক এলাকার সিপিএমের

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটতৃণমূল নামক দলটার অপশাসন চেয়ে সিপিএমের গ্রাম জাগাও চোর তারাও বাংলা বাঁচাও স্লোগান প্রান্তিক গ্রামের কর্মীদের মুখে ও জোরালো আকারে প্রতিধ্বনিত হতে শোনা যাচ্ছে। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘ…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট

তৃণমূল নামক দলটার অপশাসন চেয়ে সিপিএমের গ্রাম জাগাও চোর তারাও বাংলা বাঁচাও স্লোগান প্রান্তিক গ্রামের কর্মীদের মুখে ও জোরালো আকারে প্রতিধ্বনিত হতে শোনা যাচ্ছে। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের জিঁয়াদা, দেউলিয়া, মানুয়া, আমলহান্ডা, কোলাঘাটে মিছিল সংঘটিত হতে দেখা গেল। বেশ কয়েকটি স্থানে পথসভার মাধ্যমে বেশ কয়েকটি দাবি নেতৃত্বদের মুখে শুনতে পাওয়া গেল। জনগণের পঞ্চায়েত গড়ে তোলা, মানুষদের কাজ দেওয়া, কৃষকদের ফসলের ন্যায্য দাম দেওয়া, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখা, পঞ্চায়েতে কত পেলে কত দিলে কত খেলে হিসাব দেওয়া ইত্যাদি। বিভিন্ন স্থানের মিছিলে সিপিএম নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ রাউত, কাঞ্চন মুখার্জি, অভিজিৎ মাইতি, দেবব্রত মাইতি, সেক শামসুজ্জামাদ সহ ব্লক স্তরের নেতৃত্ব।