Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশ্ব শান্তি ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের সৌরভ দাস

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের সৌরভ দাস বিকশিত হলো বিশ্বের দরবারে। বিশ্ব শান্তি ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করল এই আলোকচিত্রী। ১৫ ই নভেম্বর অস্ট্রেয়ান পার্লামেন্ট ভিয়েনায় আয…



বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের সৌরভ দাস বিকশিত হলো বিশ্বের দরবারে। বিশ্ব শান্তি ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করল এই আলোকচিত্রী। ১৫ ই নভেম্বর অস্ট্রেয়ান পার্লামেন্ট ভিয়েনায় আয়োজিত এক বিশ্বমানের পুরস্কার বিতরণী সভা থেকে পুরস্কার ও সম্মানিত হলেন সৌরভ। পুরস্কার তুলে দেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজেন্ডার ভেনডের বেলেন। প্রতিবছর প্রায় ১২০ টি দেশের ফটোগ্রাফাররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। তারা তাদের ছবির মাধ্যমে শান্তির বার্তা তুলে ধরেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। গ্লোবাল পিস ফটো অ্যাওয়ার্ড টি ১৯১১ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আলফ্রেড ফ্লাইড এবং টোবিয়াস অ্যাসারের উদাহরণ দ্বারা অনুপ্রাণিত। এই মুহূর্তে সারা বিশ্ব থেকে মোট পাঁচটি দেশের প্রতিনিধি নমিনেশন পেয়েছেন, আমাদের দেশ ভারত থেকে অনেকে এখানে ছবি জমা দিয়েছিল ভারত থেকে একমাত্র সৌরভের ছবি তারা সিলেক্ট করেছিলেন। ফটোগ্রাফি জগতে এই পেস্টিজিয়াস গ্লোবাল পিস ফটো অ্যাওয়ার্ড দি এডিশন ল্যামারহুবার দ্বারা ফটোগ্রাফিশে গেসেলশ্যাফ্ট ইউনেস্কো, অস্ট্রিয়ান পার্লামেন্ট, অস্ট্রিয়ান পার্লামেন্টের রিপোর্টিং অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল প্রেস ইন্সটিটিউট, জার্মান ইউথ ফটোগ্রাফি অ্যাওয়াড, ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশনের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আয়োজন করা হয়ে থাকে।এটি গ্লোবাল পিস ফটো অ্যাওয়ার্ড নামে পরিচিত। উল্লেখ করা যায় ২০১৯ সালে ন্যাশনাল মিউজিয়াম দিল্লি থেকে বেঙ্গল কালচার এর উপর সৌরভের তোলা কুড়িটি ছবি প্রদর্শিত হয়। এবছর দুবাইতে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম পেস্টিজিয়াস হামদম ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কনস্টেটে ওয়াটার বিভাগে চতুর্থ । ২০২২ সালে অস্টিয়ান পার্লামেন্টে অনুষ্ঠিত এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথম হয়ে ফটোগ্রাফি থেকে কোলাঘাট তথা দেশের মুখ উজ্জ্বল করলো। কোলাঘাটের এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অসীম দাস এক সাক্ষাৎকারে জানান সৌরভ দাস কোলাঘাটে পৌঁছাবে বুধবার সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। কোলাঘাট সহ ভারতবর্ষের মানকে উচ্চপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে সৌরভের বাড়িতে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।