Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিশু দিবসে দাঁতনের কুইজ ব্যাংকের মানবিক প্রয়াস.

নিজস্ব সংবাদদাতা,দাঁতন....বিগত কয়েক বছরের মতো এবারও শিশু দিবসে মানবিক উদ্যোগ গ্রহণ করলো পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মনোহরপুরের কুইজ ব্যাংক। সোমবার দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিনে সারা দেশ জুড়ে পালিত হলো শিশু…


নিজস্ব সংবাদদাতা,দাঁতন....বিগত কয়েক বছরের মতো এবারও শিশু দিবসে মানবিক উদ্যোগ গ্রহণ করলো পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মনোহরপুরের কুইজ ব্যাংক। সোমবার দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিনে সারা দেশ জুড়ে পালিত হলো শিশু দিবস ।আর দিনটিকে শিশুদের কাছে স্মরণীয় করে রাখতে বিগত বছরগুলোর মতো এবছরও বেজদা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় এলাকার কিছু দুঃস্থ শিশুর হাতে নতুন পোশাক তুলে দিল কুইজ ব্যাংক। কর্মসূচির নাম দেওয়া হয়েছিল "একটু হাসির জন্য"। এদিনের কর্মচূচিতে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রশান্ত গিরি, অনল চক্রবর্তী, অমিয় চক্রবর্তী, সৌমিত্র মিশ্র, দেবলীনা জানা, সুমন কর প্রমুখ। সংস্থার সম্পাদক অনল চক্রবর্তী জানান "সারাবছর কুইজের প্রসারের পাশাপাশি আমরা নানান সামাজিক কর্মসূচি পালন করে থাকি আমরা, ভবিষ্যতে এই ধরনের কর্মসূচিকে বিভিন্ন দিকে ছড়িয়ে দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ"। পাশাপাশি এই কর্মসূচিতে পাশে থাকার জন্য অনলবাবু আন্তরিক ধন্যবাদ জানান সহযোগু "বেজদা মা চণ্ডী ক্লাব"কে।