বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটসরকার কৃষকদের নানা সুযোগ-সুবিধা দেওয়ার কথা বললেও এখনো পর্যন্ত কৃষকদের দুয়ারে সরকারের মত জায়গায় যেতে হচ্ছে তাদের সমস্যা সমাধান করার জন্য। রাজ্য সরকারের প্রতি নানা অভাব অভিযোগের দাবি নিয়ে স…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
সরকার কৃষকদের নানা সুযোগ-সুবিধা দেওয়ার কথা বললেও এখনো পর্যন্ত কৃষকদের দুয়ারে সরকারের মত জায়গায় যেতে হচ্ছে তাদের সমস্যা সমাধান করার জন্য। রাজ্য সরকারের প্রতি নানা অভাব অভিযোগের দাবি নিয়ে সারা ভারত কৃষক সবার ২৬ তম জেলা সম্মেলন উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার হেঁড়িয়া বাজারে কৃষক দরদী মানুষদের নিয়ে মহা মিছিলে অগণিত কৃষকদের উপস্থিতি লক্ষ্য করা গেল। স্লোগান উঠলো সরকার যতই বলুক না কেন কৃষকদের জন্য কাজ করছি আসলে সেটা ভাওতা, কৃষকদের জন্য সরকারের মনোভাব একেবারে নগণ্য এর জবাব তৃণমূলকে দিতে হবে। মিছিল থেকে প্রশ্ন উঠল সরকার কৃষকদের প্রতি সদয় হলেও কৃষকদের এখনো মৃত্যুর মুখে পতিত হতে হয় বিভিন্ন কারণে। মিছিল সারা হেঁড়িয়া বাজার প্রদক্ষিণ করতে দেখা যায় । মিছিলে অংশগ্রহণ করে নেতৃত্ব দেন সিপিআই নেতা হংসপদ জানা, গৌতম পন্ডা, যুবনেতা গৌরাঙ্গ কুইলা, সৈকত গিরি, মনোতোষ সামন্ত। মিছিলের পর বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জেলা সম্মেলনে আগামী দিনের কর্ম পন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলে যুবনেতা গৌরাঙ্গ কইলায় সাক্ষাৎকারে জানান।