Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাতীয় শিশু দিবসে কোলাঘাটের শিশুরোগ বিশেষজ্ঞ একটি গ্রামের দুস্থ শিশুদের দায়ভার গ্রহণ করলেন চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটজাতীয় শিশু দিবসে কোলাঘাটের শিশুরোগ বিশেষজ্ঞ প্রবীর ভৌমিক কোলাঘাট ব্লকের কোলা গ্রামের দুস্থ শিশুদের ১৮ বছর বয়স পর্যন্ত চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। কোলাঘাটের জাতীয় …

 


বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট

জাতীয় শিশু দিবসে কোলাঘাটের শিশুরোগ বিশেষজ্ঞ প্রবীর ভৌমিক কোলাঘাট ব্লকের কোলা গ্রামের দুস্থ শিশুদের ১৮ বছর বয়স পর্যন্ত চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। কোলাঘাটের জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি শিশু হাসপাতালের পরিষেবা দিয়ে আসছেন। আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল ২০২০ সালে। এর আগে বড়িষা ,বার বড়িষা গ্রামের শিশুদের দায়ভার গ্রহণ করেছিলেন ,এবারে কোলা গ্রামের চিকিৎসা পরিষেবার সংকল্প নিলেন শিশুদের। সোমবার ৫০টি পরিবারের হাতে ফ্রি হেলথ কাড তুলে দিলেন। আজকের দিনটিতে প্রতিবছরই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে দিন কাটান । বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সঙ্গে কেক কেটে আনন্দের অংশীদার হয়ে ওঠেন। এক সাক্ষাৎকার শ্রী ভৌমিক জানান ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন। তিনি শিশু এবং ফুলকে ভালবাসতেন। তিনি বলতেন এই দুটো জিনিস কে যারা ভালোবাসে না তারা মানুষত্বের মধ্যে পড়ে না। মানব জীবনে কিছু করতে হয় এর আগে দুটি গ্রামের শিশুদের দায়িত্ব ভার নিয়েছিলাম, এবছরের শিশু দিবসে আরেকটি গ্রামের দায়িত্ব নিলাম। তিনি জানান যাদের দায়িত্ব নিলাম ১৮ বছর পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে পরিষেবা দেওয়া হবে। আজকের এই অনুষ্ঠানে রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী উপস্থিত ছিলেন।