বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটরাজ্য সরকারের মন্ত্রী অখিল গিরি ভারতবর্ষের প্রথম নাগরিকের বিষয়ে বিতর্কিত মন্তব্যের রেস এখনো কাটেনি পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে। মন্ত্রীর পদত্যাগ যতক্ষণ না হয় বিজেপি কর্মীরা পথে থাকবে …
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
রাজ্য সরকারের মন্ত্রী অখিল গিরি ভারতবর্ষের প্রথম নাগরিকের বিষয়ে বিতর্কিত মন্তব্যের রেস এখনো কাটেনি পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে। মন্ত্রীর পদত্যাগ যতক্ষণ না হয় বিজেপি কর্মীরা পথে থাকবে বলে জানানো হয়েছে। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বিজেপি কর্মীরা অখিল গিরির বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে । এই অবরোধে নেতৃত্ব দেন বিজেপি নেতা দেবব্রত পট্টনায়েক, সাদ্দাম হোসেন, বিশ্বনাথ রাম প্রমুখ নেতৃত্ব। জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হলে কোলাঘাট থানার পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।