Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রামনগর ইসলামিয়া জুনিয়র হাই মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.... পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকে অবস্থিত রামনগর ইসলামিয়া জুনিয়র হাই মাদ্রাসার নব নির্মিত ভবনের উদ্বোধন হলো বুধবার বিকেলে।অন্যান্য অতিথিদের উপস্থিতিতে ফিতা কেটে নতুন ভবনে…

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.... পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকে অবস্থিত রামনগর ইসলামিয়া জুনিয়র হাই মাদ্রাসার নব নির্মিত ভবনের উদ্বোধন হলো বুধবার বিকেলে।অন্যান্য অতিথিদের উপস্থিতিতে ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করলেন সদর ব্লকের বিডিও সুদেষ্ণা দে মৈত্র। এদিনের অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানান মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাবেরুল ইসলাম খান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবন্তী মন্ডল,পাঁচখুরী ৬/২ গ্রাম পঞ্চায়েত প্রধান সেক আব্দুল সাদেক, সমাজসেবী সেলিম মল্লিক, বিশিষ্ট শিক্ষক মীর্জা আজিবুর রহমান, মাদ্রাসার সম্পাদক সেক ইমামুদ্দিন, সভাপতি হাসিবুল খাঁন, চুয়াডাঙ্গা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, পঞ্চায়েত সমিতির সদস্যা বাদশা খান,দশগ্রাম মুসলিম সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সব্যসাচী মন্ডল, সম্পাদক সেক সেলিমুদ্দিন,এলাহিয়া হাই মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক মোহিত মন্ডল, রামনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিপদ ঘোষ এলাকার অন্যান্য শিক্ষানুরাগী বিশিষ্ট জনেরা। ১৯৯৫ সাল এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। 


বর্তমানে এই মাদ্রাসাটির সরকারি অনুমোদন রয়েছে। এখানকার ছাত্র-ছাত্রীরা সরকারী পাঠ্যপুস্তক পায় কন্যাশ্রী,ঐক্যশ্রীর মতো সরকারী প্রকল্পের সুবিধা পায়। কিন্তু মিড ডে মিল বা সরকারী পোশাক পায়না। বিষয়টি নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ বিভিও-র দৃষ্টি আকর্ষণ করলে বিডিও সুদেষ্ণা দে মৈত্র দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস দেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সভাপতি হাসিবুল খাঁন। এদিনের অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাবেরুল ইসলাম খাঁন, সহশিক্ষক সৈয়দ শহিদুল ইসলাম, মুরসালিন আলী মল্লিক, মেহমুদ মন্ডল,কেতাবুল খাঁন,শেখ হাসানুর জামান, শিবনাথ বেরা, শিক্ষাকর্মী ইন্তাজ আলী খাঁন ও ইমরান খাঁন। অনুষ্ঠান সুষ্ঠ ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাবেরুল ইসলাম খাঁন।