Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত‍্য যাপনবিভাগ - কবিতাশিরোনাম - শীতের কড়চামাত্রাবৃত্ত ত্রিপদী ছন্দ - ৬+৬/৬+২নূপুর আঢ‍্য২৪/১১/২০২২
শীতের সকাল    হলেই বেচাল        ঝরবে নাকের জল,হও সাবধান   ঢাকো মাথা কান        ফিরে পাবে তবে বল।
মোজা সোয়েটার   খুব দরকার …

 


সৃষ্টি সাহিত‍্য যাপন

বিভাগ - কবিতা

শিরোনাম - শীতের কড়চা

মাত্রাবৃত্ত ত্রিপদী ছন্দ - ৬+৬/৬+২

নূপুর আঢ‍্য

২৪/১১/২০২২


শীতের সকাল    হলেই বেচাল

        ঝরবে নাকের জল,

হও সাবধান   ঢাকো মাথা কান

        ফিরে পাবে তবে বল।


মোজা সোয়েটার   খুব দরকার

         ভীষণ আরাম পাবে,

অবহেলা করে   থাকো যদি সরে

           চিকিৎসালয়ে যাবে।


খাও মজা করে   মনপ্রাণ ভরে

          গরম চা নয় কফি,

হবে চনমনে   এই আয়োজনে

         মনে হবে যেন টফি।


সূর্যের আলো   লাগবেই ভালো

        মাখবে অঙ্গে হেসে,

সারাদিন বেশ   থেকে যাবে রেশ

       পরাণ ভাসবে শেষে।


থাক ভরা শীত   গা'ই তার গীত

       লেপের তলায় শুয়ে,

 যুগযুগ জিও   হয়ে খুব প্রিয়

         সকলের মন ছুঁয়ে।