সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম:স্মৃতিটুকু অন্তরালে থাক কলমে:বিমান বিশ্বাস তারিখ:২৩_১১_২০২২
তোমার হারিয়ে যাওয়ার উপস্থিতি পত্র-পল্লবের মতো জুড়ে আছে হৃদয়ের শাখা প্রশাখায়।যে আলো মেখেছি এতোদিন নিঃশব্দে তুমি ঠিকানা বদলে মুছে দিয়েছো তা…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম:স্মৃতিটুকু অন্তরালে থাক
কলমে:বিমান বিশ্বাস
তারিখ:২৩_১১_২০২২
তোমার হারিয়ে যাওয়ার উপস্থিতি পত্র-পল্লবের মতো জুড়ে আছে হৃদয়ের শাখা প্রশাখায়।যে আলো মেখেছি এতোদিন নিঃশব্দে তুমি ঠিকানা বদলে মুছে দিয়েছো তার শেষ সম্বলটুকু। চোখের বাষ্প উড়ে যেতে যেতে স্মৃতির পরাগ রেখে যায় প্রথম দেখার সন্ধিক্ষণ,বৃষ্টি ভেজার অবিরাম শখ। ভাগাভাগি হয়ে গেছে আজ বুকের পাঁজর,সংযোগ সেতুর পারাপার।বিচ্ছেদের আতর পশ্চিমের জানালার ফাঁক গলে আসে পুবের সীমান্তে। যেখানে একাকী অভিমান,ক্লান্ত কন্ঠস্বর,শুধু আমাকেই ভাবায়।
শুধু আমাকেই....
© বিমান