সৃষ্টি সাহিত্য যাপনবুড়ি ছোঁওয়াপারমিতা সাহা১৯/১১/২০২২
এই ছুটকি-ই-ইখেলতে যাবি আয় -আসছি-ই বলে সাড়া দিয়েএকছুটে পৌঁছে গেলামগোলপুকুরের পাড়ে চৌধুরীদের আমবাগানে ,ততক্ষণে সেখানে চলে এসেছেশিবু দেবু মনি তিনুরা সব্বাই ।তারপর হৈ হৈ করে চ…
সৃষ্টি সাহিত্য যাপন
বুড়ি ছোঁওয়া
পারমিতা সাহা
১৯/১১/২০২২
এই ছুটকি-ই-ই
খেলতে যাবি আয় -
আসছি-ই বলে সাড়া দিয়ে
একছুটে পৌঁছে গেলাম
গোলপুকুরের পাড়ে চৌধুরীদের আমবাগানে ,
ততক্ষণে সেখানে চলে এসেছে
শিবু দেবু মনি তিনুরা সব্বাই ।
তারপর হৈ হৈ করে চললো
গোল্লাছুট, কাবাডি আর চু- কিত্- কিত্ খেলা,
এরই মাঝে খেলা নিয়েই শুরু হলো
শিবু দেবুর তর্কাতর্কি
শেষ হলো আড়িতে।
পুকুরের ওই পাড় থেকে
ভেসে এলো হজমিওয়ালার ডাক,
সঙ্গে আছে বুনোকুল
আর বুড়ির মাথার পাকা চুল।
কিছুক্ষণের জন্য খেলা থামিয়ে
সবাই মিলে ছুটলাম সেই দিকে -
কিনলো শুধু দু- তিন জন তারপর
হৈ হৈ করতে করতে ফিরে এলাম সবাই ।
এবার ভাগাভাগির পালা
আড়ি ভুলে শিবু দেবু ও
ভাগ বসায় একে অন্যের থেকে।
হঠাৎ দূর থেকে শুনতে পেলাম
মায়ের ডাক , ধীরে ধীরে
চেতন অবচেতনের দোলায় দুলতে দুলতে
চোখ মেলে তাকিয়ে দেখি -
মা নয় বৌমা,
অসময়ে ঘুমিয়ে পড়েছি বলে
জাগিয়ে দিল একই মমতায় ।।