সৃষ্টি সাহিত্য যাপনকবিতা উল্টো পুরাণচিত্তরঞ্জন সাঁতরাতাং ২০/১১/২২০২২
ধর, হঠাৎ যদি বয়সটা কমতেথাকে বৃদ্ধ থেকে যৌবনে,কি যে আনন্দের ব্যাপার হত তখনমজাদার উল্টো পুরাণে।
ধর যদি, ঘড়ির কাঁটাটা হঠাৎ ঘুরতেথাকে ডানদিক থেকে বাঁয়ে,কি যে উদ্…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা
উল্টো পুরাণ
চিত্তরঞ্জন সাঁতরা
তাং ২০/১১/২২০২২
ধর, হঠাৎ যদি বয়সটা কমতে
থাকে বৃদ্ধ থেকে যৌবনে,
কি যে আনন্দের ব্যাপার হত তখন
মজাদার উল্টো পুরাণে।
ধর যদি, ঘড়ির কাঁটাটা হঠাৎ ঘুরতে
থাকে ডানদিক থেকে বাঁয়ে,
কি যে উদ্ভুত কান্ড হত তখন
সবই উল্টে যেতো সময়ে।
ধর, হঠাৎ যদি পৃথিবীটা ঘুরতে
থাকে পূর্ব থেকে পশ্চিমে,
কি যে ঘটনা ঘটে যেত তখন
অলৌকিক এক নিয়মে।
ধর, হঠাৎ সূর্যটা যদি উদয় হয়
ভোরের আকাশে পশ্চিমে,
চমকে যেত সবাই অবাক চোখে
একি উল্টো নিয়মে !!
ধর, হঠাৎ যদি ঘুরে যায় ঋতুচক্র
বসন্ত থেকে গ্ৰীষ্মে,
কি যে ঘটনা ঘটে যেত তখন
প্রকৃতির উল্টো নিয়মে।