Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম -আগুন ভস্মকলমে -ঝুমা মল্লিক২১।১১।২০২২
আজ সকালে পরে নেই কিছুই ,মানুষ গুলো আজ বড্ড একা,হাসপাতালের ঘর ,বাড়ির ঘর,ক্লাসঘর সব ফাঁকা।ব্যস্ততা নেই,তেমন কোন উৎকণ্ঠা নেই,আছে স্মৃতি।প্রেম ,ভালোবাসা ,ভালোলাগার ফুল ,আর বাসিফুলের মালা,…

 


শিরোনাম -আগুন ভস্ম

কলমে -ঝুমা মল্লিক

২১।১১।২০২২


আজ সকালে পরে নেই কিছুই ,মানুষ গুলো আজ বড্ড একা,

হাসপাতালের ঘর ,বাড়ির ঘর,ক্লাসঘর সব ফাঁকা।

ব্যস্ততা নেই,তেমন কোন উৎকণ্ঠা নেই,আছে স্মৃতি।

প্রেম ,ভালোবাসা ,ভালোলাগার ফুল ,আর বাসিফুলের মালা,

যথাস্থানে সব আছে,শুধু তুই ?


হাসপাতালের ঘরটা,ঘরের কাছে গাছটা,ডাক্তার বাবুর কথাটা,

সব আছে ,শুধু থমকে গেছে তোর জীবনটা

যেমন সবাই যাবে একদিন,কেউ আগে ,কেউ পরে।

তবুও এখনো মানুষ ঘৃণায় মরে?


ঘড়ির কাঁটার মতো জীবনটা চলছে ,চলবে।

স্মৃতিরা খেলবে,দুলবে ,কাঁদাবে তেমন করে।

একা করে,ভীষণ একা করে ,আগুন মুখে করে

হারিয়ে দিল ওদের -

যারা ভালোবাসেনি কোনদিন ,প্রেম বোঝেনি

হয়তো ওদের হৃদয় ছিলনা।হৃদয় নেই ।


সব্যসাচী একা দাঁড়িয়ে ঐ পথে ,খুব কাছে আগুন নিয়ে তোর কতো খেলা,যেন মুক্তির আয়োজন ,আনন্দের আয়োজন ।

সব শেষে তোর তুই ,আর আগুন ভস্ম ।


দূরে যাওয়া মানে দূরত্ব বাড়িয়ে দেওয়া নয়।

মুক্তির পরেও প্রেম থাকে,ভালোবাসা থাকে।


এ শহরে প্রেম ছিল ,সব্যসাচী ছিল

এরপর ,আরো অনেক সব্যসাচীর জন্ম হবে।

একদিন ভালোবাসার জয় হবে।জয় হবেই।।