তমলুক থানার পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে জুয়ার ঠেক থেকে উদ্ধার করলো ১৪ টি মোটর সাইকেল সহ প্রায় ৮২ হাজার টাকা, গ্রেফতার চার ব্যাক্তি।
দীর্ঘদিন ধরে অভিযোগ পেয়ে বুধবার রাতে তমলুক থানার পুলিশ অভিযান চালায় বিভিন্ন এলাকায়, এরপর…
তমলুক থানার পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে জুয়ার ঠেক থেকে উদ্ধার করলো ১৪ টি মোটর সাইকেল সহ প্রায় ৮২ হাজার টাকা, গ্রেফতার চার ব্যাক্তি।
দীর্ঘদিন ধরে অভিযোগ পেয়ে বুধবার রাতে তমলুক থানার পুলিশ অভিযান চালায় বিভিন্ন এলাকায়, এরপর তমলুক থানার তাম্রলিপ্ত পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকায় জুয়ার ঠেক থেকে উদ্ধার করে ১৪টি মোটর সাইকেল সহ প্রায় ৮২ হাজার টাকা এবং ৪ ব্যাক্তিকে গ্রেফতার করল তমলুক থানার পুলিশ। ওই চার ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ তমলুক থানা নিয়ে আসে। যদিও পুলিশ অফিসারের সময় অন্যান্যরা পালিয়ে যায়, তাদের মোটরসাইকেল পড়ে থাকলে পুলিশ সেগুলো নিয়ে আসে। বৃহস্পতিবার ওই চার ব্যক্তিকে পূর্ব মেদিনীপুর জেলা আদালতে তোলা হবে এমনটা জানান তমলুক থানার আইসি।