সৃষ্টি সাহিত্য যাপন বিভাগ -কবিতা শিরোনাম -বাউলকলমে -অপর্ণা চক্রবর্ত্তীতারিখ-২২৷১১৷২০২২
রাঙামাটির পথের বাঁকেবাউল গেয়ে যায়আপন মনে প্রাণের সুরেএকতারা বাজায়।
রাঙামাটির টানে বাউলমনের কথা কয়গলা ছেড়ে গান গেয়েসবার প্রাণ জুড়ায়।
আলখাল…
সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ -কবিতা
শিরোনাম -বাউল
কলমে -অপর্ণা চক্রবর্ত্তী
তারিখ-২২৷১১৷২০২২
রাঙামাটির পথের বাঁকে
বাউল গেয়ে যায়
আপন মনে প্রাণের সুরে
একতারা বাজায়।
রাঙামাটির টানে বাউল
মনের কথা কয়
গলা ছেড়ে গান গেয়ে
সবার প্রাণ জুড়ায়।
আলখাল্লা পড়ে বাউল
নাচে আপন মনে
হাতে একতারা পায়ে ঘুঙুর
অজানা অমোঘ টানে।
ফকির বাউল দুঃখ সুখের
গান শুনিয়ে যায়
জীবন তরী স্রোতের টানে
দূর অজানায় ধায়।
সংসারের এই মায়ার বাঁধন
তাহার জন্য নয়
মনের সুখে গান গেয়ে
মনকে করে জয়।