#সৃষ্টি_সাহিত্য_যাপন তোমায় দেখি রায় শর্মা ২৩◆১১◆২০২২ ◆◆◆◆◆◆◆◆◆◆◆ হৃদয় ছিল খুশি তোমায় পেয়ে বাঁশি বাজে তোমার গানের সুরে, আজ কেন হায় আসেনা সুর প্রানে দু চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে।
তোমার পায়ের নুপুর ধ্বনি শুনি বাতাস যখন শুকনো পাতায় বয়ে, ভোরের প…
তোমায় দেখি
রায় শর্মা
২৩◆১১◆২০২২
◆◆◆◆◆◆◆◆◆◆◆
হৃদয় ছিল খুশি তোমায় পেয়ে
বাঁশি বাজে তোমার গানের সুরে,
আজ কেন হায় আসেনা সুর প্রানে
দু চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে।
তোমার পায়ের নুপুর ধ্বনি শুনি
বাতাস যখন শুকনো পাতায় বয়ে,
ভোরের পাখি ডাকে আপন মনে
পূর্ণিমা চাঁদ যখন আকাশে হাসে।
তোমার চলার ছন্দ জাগে মনে
নীল সাগরে ঢেউয়ের আছড়ে পড়া
হটাৎ পথিক পথ ভুলিয়ে এসে
তোমার বন্ধ ঘরের কড়া নাড়া।
তোমার মধুর মুখের হাসি দেখি
গ্রীষ্মের ঐ প্রখর রোদের তাপে
শীতে গায়ে নকশি আঁকা কাথা
বসন্তে কোকিলের কুহু তানে।
কোনের সাজে তোমায় মনে পড়ে
তুলসী তলে সাঝের প্রদীপ জ্বলে
দমকা হাওয়ায় নিভিয়ে দিয়ে শেষে
কোথায় তুমি হারিয়ে যেন গেলে।।