নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : শতবর্ষ প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ-এর সদর মহকুমা শাখার নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হলো সম্প্রতি সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা দপ্তর গোলকপতি ভবনে অনুষ্ঠিত একটি সাংগঠনিক ঘরোয়া সভায়। সংখঠনের গঠ…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : শতবর্ষ প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ-এর সদর মহকুমা শাখার নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হলো সম্প্রতি সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা দপ্তর গোলকপতি ভবনে অনুষ্ঠিত একটি সাংগঠনিক ঘরোয়া সভায়। সংখঠনের গঠনতন্ত্র মেনে মহকুমা সম্মেলন শেষ হবার নির্দিষ্ট সময়ের মধ্যে নবনির্বাচিত মহকুমা কার্য্যকরী কমিটির প্রথম সভায় এই নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। জেলা সম্পাদক বিপদতারণ ঘোষের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সদর মহকুমার সম্পাদক হিসেবে জগন্নাথ খান,সভাপতি হিসেবে শ্যামল ঘোষ এবং কোষাধ্যক্ষ হিসেবে প্রণব হড় নির্বাচিত হন। এঁরা সহ মহকুমা সম্পাদকমন্ডলীতে নির্বাচিত হন সবিতা মান্না,সুরেশ পড়িয়া,অরূপ মাইতি,পল্লব সরকার ,শ্রাবনী মিশ্র ভট্টাচার্য, দিলীপ সাউ প্রমুখ। উল্লেখ্য গত ১৮ ই সেপ্টেম্বর বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে সংগঠনের দশম ত্রিবার্ষিক মহাকুমা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে যোগ দিয়েছিলেন সংগঠনের ৭ আঞ্চলিক শাখার প্রতিনিধিরা। সম্মেলন উদ্বোধন করেছিলেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক বিপতারণ ঘোষ।