সৃষ্টি সাহিত্য পরিবারসৃষ্টি সাহিত্য যাপন৩০ /১০/ ২২
তোমার জন্যস্বপ্না মুখার্জী
তোমার জন্য আজও সাজেকবির প্রিয়া কাদম্বরীনোঙর করে কাব্য গাঁথায়সোনার তরী ফসল ভরি ।
আজও বেড়ায় পথে পথেচন্দ্রমুখী তোমায় খোঁজেলুকিয়ে রাখা ব্যাথার বেদনতার …
সৃষ্টি সাহিত্য পরিবার
সৃষ্টি সাহিত্য যাপন
৩০ /১০/ ২২
তোমার জন্য
স্বপ্না মুখার্জী
তোমার জন্য আজও সাজে
কবির প্রিয়া কাদম্বরী
নোঙর করে কাব্য গাঁথায়
সোনার তরী ফসল ভরি ।
আজও বেড়ায় পথে পথে
চন্দ্রমুখী তোমায় খোঁজে
লুকিয়ে রাখা ব্যাথার বেদন
তার মতো আর কে ই বা বোঝে ।
সমাদরে বরণ করি
নতুন দিনের সোনালী ভোর
তোমার জন্য আজও আছে
প্রতীক্ষাতে একটা নাটোর ।।