শিরোনাম - দুখী নাইয়া কলমে- সিদ্ধার্থ লাহিড়ী ও দুঃখী নাইয়াকোন কুলে যাও বাইয়া?দুখের গাঙে সুখের পালদিও রে উড়াইয়া।একুল অকূল দুকূল যাহারগেছে নদীর বাঁকেবাঁচার আশা ভালোবাসাতলিয়ে গেছে পাঁকেএতো দুখের মাঝে মিঞাশক্ত হাতে বাওসুখের খোঁজে …
শিরোনাম - দুখী নাইয়া
কলমে- সিদ্ধার্থ লাহিড়ী
ও দুঃখী নাইয়া
কোন কুলে যাও বাইয়া?
দুখের গাঙে সুখের পাল
দিও রে উড়াইয়া।
একুল অকূল দুকূল যাহার
গেছে নদীর বাঁকে
বাঁচার আশা ভালোবাসা
তলিয়ে গেছে পাঁকে
এতো দুখের মাঝে মিঞা
শক্ত হাতে বাও
সুখের খোঁজে এগিয়ে
চলুক তোমার নাও।
বদর বদর বলে ওড়াও
তোমার তরীর পাল।
তোমার ওই শক্ত হাতে
কষকে ধরো হাল।
এই দুর্দিনে তুমি শুধু নও নাবিক
হে কাণ্ডারি
তোমার পথেই সব্বাই এগিয়ে যাবে
তুমি যে আলোর দিশারি।