Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

(সৃষ্টি সাহিত্য যাপন)#অন্তিম_সর্গ
শেষপর্যন্ত কিছুই অবশিষ্ট থাকে না থেকে যায় কিছু আবেগের কঙ্কাল থেকে যায় স্বপ্নের ক্ষেতে কিছু কাকতাড়ুয়া জীবনের বাঁকে বাঁকে থাকে কিছু কুশপুত্তলিকা 
মনের দাসত্বই যখন জীবনের অলঙ্কার তখন আর কাজ কি এই…


 (সৃষ্টি সাহিত্য যাপন)

#অন্তিম_সর্গ


শেষপর্যন্ত কিছুই অবশিষ্ট থাকে না 

থেকে যায় কিছু আবেগের কঙ্কাল 

থেকে যায় স্বপ্নের ক্ষেতে কিছু কাকতাড়ুয়া 

জীবনের বাঁকে বাঁকে থাকে কিছু কুশপুত্তলিকা 


মনের দাসত্বই যখন জীবনের অলঙ্কার 

তখন আর কাজ কি এই মায়ার বন্ধনে 

এর চেয়ে ভাল সব রিপুকে গলা টিপে হত্যা করা

আসলে দুঃখেরা সব নড়বড়ে মনগড়া, তাদের অস্তিত্ব শুধু মনের নভস্থলে 


আজ আমি ভাল আছি 

কাল নাও থাকতে পারি 

উপাদান কত থাকে কবিতা গল্প লেখার 

যা আমার বিড়ম্বনা, কেন আমি বেছে নেবো সে জীবন 


অন্ধকার কোনো বিষ্ময় নয় 

মাতৃগর্ভে শুধুই অন্ধকার, সেখানে দুঃখ নেই 

শুধুই আনন্দ 

তারপর শুধুই বহুধা ক্ষুধা আর বিকল্প বিপন্নতা 


মন ব্যাকুল হ'য়ে ওঠে কালিদাসের 

শেষ হ'য়েও হয় না শেষ 'কুমারসম্ভব' 

সহস্রভোগ্যা প্রিয়দর্শিকার স্মরণাপন্ন সে এখন

তারপর লেখা হয় অষ্টম সর্গ। 


********

#দীপকমুখোপাধ্যায়

৩১১০২০২২