Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বাস্তব অভিজ্ঞতা
 লেখিকা - তৃপ্তি সুধা মণ্ডল
ভেবে ছিলাম ভালোবাসার একটা কবিতা লিখবোকিন্ত সেই ভালোবাসা পেলাম কই?যাকে নিয়ে আমি কাব্য লিখতে পারি ।কেমন যেন পাল ছেড়া নৌকা চলার মতচলছে জীবন তবে ঠিক বাতাস পেয়ে সঠিক ভাবেনৌকা এগিয়ে যাচ্ছে …

 


বাস্তব অভিজ্ঞতা


 লেখিকা - তৃপ্তি সুধা মণ্ডল


ভেবে ছিলাম ভালোবাসার একটা কবিতা লিখবো

কিন্ত সেই ভালোবাসা পেলাম কই?

যাকে নিয়ে আমি কাব্য লিখতে পারি ।

কেমন যেন পাল ছেড়া নৌকা চলার মত

চলছে জীবন তবে ঠিক বাতাস পেয়ে সঠিক ভাবে

নৌকা এগিয়ে যাচ্ছে না ।


তাকিয়ে থাকি দূরে 

শীত আসে বুকের কাছে ।

দূরে কুয়াশা মাখা বিকেল

মনটা কেমন যেন উদাস উদাস হয়ে যায়।

এই তো সব ছিল

আজ বড় একা

কেউ জিজ্ঞাসা করে না তোর মুখটা কেন 

শুকিয়ে গেছে?

কি এমন দুঃখ

মা নেই তো তাই

ব্যথা বোঝার মত কেউ নেই।


মা কেন সব বুঝতে পারে

তার পেটে ছিলাম

তাই বুঝি ?

আমার সুখ দুঃখের অনুভূতি টা মা ঠিক বুঝতে পারে-

নাড়ির টান তো।

আমি ব্যথা পেলে সে ও পায়।

আজ আর কেউ ব্যথা পায় না 

শুধু সময় বয়ে যায়।


 কবিরা বলে সব পারে -

জীবনকে রাম ধনু রঙে রাঙিয়ে দিতে পারে।

কিন্ত বাস্তব অভিজ্ঞতা যে  অন্য কিছু বলে।

সময় কাল জীবনের উত্থান পতন

ঘটমান জীবন 

রাজনীতি 

সামাজিক অবস্থা

 সব যে কবির কলমে উঠে আসে।

উঠে আসে জীবনের না পাওয়া বেদনা 

আবার থাকে গভীর ভালোবাসা ।

তবুও কবি বড় একা 

সব কিছু লিখতে গিয়ে তার হৃদয় হয়ে যায়

ক্ষতবিক্ষত ।

কত কত জীবনের ব্যথা সঞ্চিত থাকে তার হৃদয়ে।

তাই উদাসী বিকেলে মনে পড়ে যায়

না পাওয়া বেদনার কথা ।


সমুদ্র পাহাড় নির্জন সৈকত

সব যে হৃদয়কে নাড়া দেয়

এক অপার্থিব সুখ অনুভব করার

মাঝে সমস্ত দেহ মন গভীর সুখে

আবিষ্ট হয় ।


ক্ষণ কালের জন্যে আমরা হারিয়ে যাই

এক আনন্দলোকে ।

তার পর ফিরে আসি আপন আলয়ে

আবার সেই বাস্তব  অভিজ্ঞতা 

আমাদের তাড়া করে 

বেড়ায়  ।