Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম:-বন্দী জীবন স্মার্ট ফোনেকলমে -শিবানী সাহাতারিখ:-২৪/১১/২০২২
বদলে গেছে দিনকাল আজদেখি আধুনিকতার ছোঁয়ায়,মুঠোফোনে সদাই ব্যস্ত জীবননতুন প্রজন্ম ভুগছে হতাশায়।
ছোট ছোট ছেলে মেয়েতাদের হাতেও ফোন,তরাক করে লাফিয…


 সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম:-বন্দী জীবন স্মার্ট ফোনে

কলমে -শিবানী সাহা

তারিখ:-২৪/১১/২০২২


বদলে গেছে দিনকাল আজ

দেখি আধুনিকতার ছোঁয়ায়,

মুঠোফোনে সদাই ব্যস্ত জীবন

নতুন প্রজন্ম ভুগছে হতাশায়।


ছোট ছোট ছেলে মেয়ে

তাদের হাতেও ফোন,

তরাক করে লাফিয়ে ওঠে

বেজে উঠলে রিংটোন।


মোবাইল ফোনে গুঁজে মাথা

চলছে প্রেমের আলাপন,

শিক্ষা দীক্ষা শিকেয় উঠেছে

কেবল স্মার্ট ফোনে মন।


মন্দ ভালো সবই আছে

মুঠো ফোনের মাঝে,

দেশ-বিদেশের খবর শিক্ষার জ্ঞান

যদি লাগাও ভালো কাজে।


মুঠোফোনে আজ বন্দী জীবন

দেওয়া নেওয়া চলছে প্রেমালাপ,

নতুন নতুন সঙ্গী সাথী

অচেনা সবার সাথে হয় আলাপ।