Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

*ঘর ভোলা*অসীমা মুখার্জি *************২৪/১১/২২         ॥যবে সবাই শতেক কাজে রত,ঘর ভোলা তুই ঘুরিস অন্যমনে ,খেলা তোর বিশ্ব ভুবন সনে ।ওটাই বুঝি আসল খেলাঘর ?কি পাস তুই ,বৃষ্টি বাদল ছায়া রদ্দুর মাঝে ,ধুলো বালি সারা গায়ে মেখে !তোরই ছায়া …

 


*ঘর ভোলা*

অসীমা মুখার্জি 

*************

২৪/১১/২২

         ॥

যবে সবাই শতেক কাজে রত,

ঘর ভোলা তুই ঘুরিস অন্যমনে ,

খেলা তোর বিশ্ব ভুবন সনে ।

ওটাই বুঝি আসল খেলাঘর ?

কি পাস তুই ,

বৃষ্টি বাদল ছায়া রদ্দুর মাঝে ,

ধুলো বালি সারা গায়ে মেখে !

তোরই ছায়া লজ্জা পায় দেখে 

বাউল বাতাস খেলে বুঝি সাথে ?

তোর ওই পিতল রূপ দেখে ,

সুর্য তাই সোহাগ -হাসি হেসে ,

ছড়িয়ে  দেয় আলোর রামধনু ।

গাছের সাথে -এত কি প্রেম আছে ?

হেলেদুলে -শাখা দুলিয়ে নৃত্য শেখায় ,

তোকে ? বাতাস এসে বাজায় মাদল ,

তাতেই হয় তরু উত্তোল ,

না নান রঙ্গে-ঝড়ের সঙ্গে নাচে তুলে বোল

নূপুর তার ঝরা পাতা -শির শিরিয়ে ,

শব্দ তুলে -বাজে অবিরল ।

কিসের তোর ভুলো খেলা বিশ্ব মাঝে বল ?

 

10/11/17