Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য পরিবারকবিতা- নীল জল    টুয়া চক্রবর্ত্তী _________________
আমি যে এক রাত জাগা যাযাবর পাখি;আলতো পরশের হাল্কা হাওয়া যখন আসে--একমুঠো হাওয়া নিয়ে তুমি গায়ে মাখিয়ে দিলে! ভালোবেসে ফেলেছিলাম তোমার ঐ ছোঁয়াকে।তুমি এসেছিলে ধূমক…

 


সৃষ্টি সাহিত্য পরিবার

কবিতা- নীল জল

    টুয়া চক্রবর্ত্তী 

_________________


আমি যে এক রাত জাগা যাযাবর পাখি;

আলতো পরশের হাল্কা হাওয়া যখন আসে--

একমুঠো হাওয়া নিয়ে তুমি গায়ে মাখিয়ে দিলে! 

ভালোবেসে ফেলেছিলাম তোমার ঐ ছোঁয়াকে।

তুমি এসেছিলে ধূমকেতু হয়ে,- 

কখনও আগুন্তুকের দমকা হাওয়া তুমি ছিলে! 

আমার পালের তরী তুমি ভাসিয়ে দিলে তোমার নীল জলে।

একদিন আমি ভেসেছিলাম তোমার উত্তাল ঢেউয়ের দোলায়,

আমি রয়েছি তোমার অশান্ত মনের ফেলে আসা দিনে;

তোমার ঐ সাহসী চুম্বনের শিহরণ আমায় বদলে দিয়েছে! তুমি আজও বুঝলে না তোমায় না পাবার বেদনা।

দূরের পলকে তোমার প্রতিবিম্ব দেখে ছুটে গেছি,

তুমি নিমেষে মিলিয়ে গেছ হাজার ভিড়ের সমাবেশে।

আমার উল্টো দিকের আয়নায় শত স্মৃতি বিছিয়ে বালুচরে--

তুমি ঝরে পড়া ফুলের পাপড়ি ছিলে মরীচিকার আলেয়ায়!

খুঁজেছি তোমায় সাগরের বুকে,

খুঁজেছি প্রকান্ড ঢেউয়ের জলরাশিতে,

তোমায় কখনও খুঁজেছি অনেক কথার অবচেতনে।

আজ হঠাৎ দুটি পথ দু'দিকে বেঁকে গেছে,

আজ সুহৃদ দূরের ঐ ঈশান কোণের কালো মেঘ!

নীরবের অন্তরাত্মা যেন হারিয়ে যেতে চায় সাদা ধোঁয়ায়,

এক চৌম্বকীয় শক্তি আমায় ডেকে চলেছে অনবরত,

অজানা পথের দিশা যেন আমায় ডাকছে--

ঠিকানার অভাব আমার পরিচয়ের খাতায়,

আমার ডানা দুটি প্রসারিত!ডানা মেলে উড়ে যেতে চাই--

ঘন অন্ধকারের ব্রহ্মাণ্ডের অতলে!

বিলিনতার সীমা যেখানে মিশেছে নামহীন ঠিকানায়।

তবু তুমি বুঝলে না! চেনা পথে আমার পথিক-সাথী হলে না;

তুমি ডানা মেললে না তেপান্তরের উদ্দেশ্য,

তুমি আর ঢেউ হলে না আমার তরী ভাসাতে,

আমার রঙিন প্রেক্ষাপটের আলো ক্ষীণ থেকে ক্ষীণতর,

সখ্যতার বার্তাগুলো ফ্যাকাশে হল মনে আঙিনায়--

আর তো ফিরে এলে না স্মৃতির নীল জলে।।

22/11/2022