Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা :---নীরব শশীকলমে:---বামাপদ মণ্ডলতারিখ :---৩০/১০/২০২২
নীরব কেন আঁধার রাতে পূর্ণিমায় কলঙ্কিত শশী?কাদম্বিনী অত্যাচারে বেদনাহত বাকরুদ্ধ সারা নিশি।নিস্তেজ নিস্তব্ধ নিথর ব্যথিত চিত্তে আকাশে নক্ষত্ররা,বিষন্ন বদ…


 সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা :---নীরব শশী

কলমে:---বামাপদ মণ্ডল

তারিখ :---৩০/১০/২০২২


নীরব কেন আঁধার রাতে পূর্ণিমায় কলঙ্কিত শশী?

কাদম্বিনী অত্যাচারে বেদনাহত বাকরুদ্ধ সারা নিশি।

নিস্তেজ নিস্তব্ধ নিথর ব্যথিত চিত্তে আকাশে নক্ষত্ররা,

বিষন্ন বদনে গগনের কোণে বেআব্রু লুকায়িত তারা।


ধরণীর বুকে নিশা নামিল নিশাকর নিশীথের কোলে,

জোনাকি আসি ক্ষীণালোকে উজ্জ্বলিত ভিজে বৃষ্টি জলে।

স্তব্ধ হল নিবিড় ঘন অন্ধকারে তারাদের আনাগোনা,

যৌবনে ফিরি বিভাবরী ধরি বাদল করিল বিরম্বনা।


ক্ষিপ্ত পবনের সনে অম্বর প্রান্তরে অভ্রের দম্ভলীলা,

ঘনে রাশি রাশি আলোকদ্রুতি বিজলী অতি চঞ্চলা।

ভূধর সলিলে বিটপী কাননে তীব্র অশনির পদধ্বনি।

অনিল জলদে উত্তাল লহরী কম্পিত সিন্ধু তটিনী।


বেদনা বিধুর মনে আশমানে মুখ লুকায় নিশাকর,

মাথা উঁচু করে তারস্বরে চিৎকার করে জলধর।

বিষন্ন বদনে নীরদের প্রেমে মত্ত ছিঁচকাঁদুনী বৃষ্টি,

রিম্ ঝিম্ ঝিম্ অশ্রুধারা প্রকৃতির অপরূপ সৃষ্টি।


ভিজিল না ধরা অম্বুদের প্রেয়সী বৃষ্টির কান্নায়,

রজনী ধরি যেন দৈত্য দানব রণক্ষেত্র করিল মৃত্তিকায়।

চারিদিকে শুধু ধ্বংসলীলা বজ্রের ক্ষণে ক্ষণে হুতাশন,

বিধু হারিয়ে মধু চপলার ভয়ে ছাড়িল আসন।