Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেচেদায় খ্রীষ্টমাস ডে পালন

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটশহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদায় এক ভাব গম্ভীর পরিবেশে পঁচিশে ডিসেম্বর মেচেদা চাচ অফ গডে যিশুখ্রিস্টের আবির্ভাব দিবস উদযাপিত হল। বাইবেল থেকে পাঠ, প্রার্থনা ছিল অনুষ্ঠানের বিশেষ অঙ্গ। রাজ্যের বি…বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট

শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদায় এক ভাব গম্ভীর পরিবেশে পঁচিশে ডিসেম্বর মেচেদা চাচ অফ গডে যিশুখ্রিস্টের আবির্ভাব দিবস উদযাপিত হল। বাইবেল থেকে পাঠ, প্রার্থনা ছিল অনুষ্ঠানের বিশেষ অঙ্গ। রাজ্যের বিভিন্ন স্থান থেকে প্রায় পাঁচ শতাধিক খ্রিস্টান ধর্মালম্বী মানুষজন অংশগ্রহণ করতে দেখা যায়। জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাব্রতি সুকুমার মাইতি, কোলাঘাট থার্মাল প্ল্যান্টের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক নৃপেন্দ্র কুমার রায়, শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা সামন্ত রায় প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংস্থার সম্পাদক বাপন কয়াল।