Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবসে দলীয় নেতৃত্বদের ক্ষোভ, শাসক দলের বিরুদ্ধে প্রকৃত গরিব মানুষদের বঞ্চনার জন্য

বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবসে দলের নেতৃত্বরা গরিব মানুষদের বঞ্চনার বিষয়গুলি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল তমলুক ও কোলাঘাটের দেউলিয়া বাজারে সোমবার। ৯৮ তম পার্টির প্রতিষ্ঠা দিবসে প্…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক

ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবসে দলের নেতৃত্বরা গরিব মানুষদের বঞ্চনার বিষয়গুলি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল তমলুক ও কোলাঘাটের দেউলিয়া বাজারে সোমবার। ৯৮ তম পার্টির প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রীর দেওয়া আবাস যোজনা শাসক দলের উপভোক্তারা যেভাবে দিকে দিকে তাদের বাড়ি পেয়ে প্রকৃত গরিব মানুষদের বঞ্চনা করছে তা নিয়েই এই ক্ষোভ। পুঁজিবাদীর বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর জন্য যে লড়াই বামপন্থীরা করছে বর্তমান শাসক দল পুঁজিবাদীদের হয়েই সমস্ত কাজ করছে বলে দলীয় নেতৃত্বরা দাবি করে। একবিংশ শতাব্দীতে ও পশ্চিমবাংলার যে দলটি বর্তমানে রাজ্যে শাসন করছে দুর্নীতি থেকে যে মুক্তির পথে বেরোতে পারেনি তা নিয়ে শবর হয় দলীয় নেতৃত্বরা। কোলাঘাটের দেউলিয়া বাজারে দলের প্রবীণ নেতা নিরঞ্জন ঘড়া, নবেন্দু ঘোড়া, আব্দুল লতিব, তমলুকে বর্তমান সম্পাদক গৌতম পন্ডা যুবনেতা গৌরাঙ্গ কুইলা, মনোতোষ সামন্ত প্রমুখ নেতৃত্বদের উপস্থিতি লক্ষ্য করা যায়।