হলদিয়াগামী যাত্রী বোঝাই বাসে আগুন জ্বলে উঠার ঘটনায় আতংক ছড়িয়ে পড়ে। হলদিয়া- মেছেদা রাজ্য সড়কের ওপর মহিষাদলের আজড়া বাস স্ট্যান্ড এলাকার ঘটনা। সোমবার সকাল ৭টা নাগাদ বাসে আগুন লেগে যায়।আগুন লাগার পরপরই কয়েক মিনিটের মধ্যেই ধোঁয়ায় ঢেক…
হলদিয়াগামী যাত্রী বোঝাই বাসে আগুন জ্বলে উঠার ঘটনায় আতংক ছড়িয়ে পড়ে।
হলদিয়া- মেছেদা রাজ্য সড়কের ওপর মহিষাদলের আজড়া বাস স্ট্যান্ড এলাকার ঘটনা। সোমবার সকাল ৭টা নাগাদ বাসে আগুন লেগে যায়।
আগুন লাগার পরপরই কয়েক মিনিটের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় গোটা বাসটি।
বিপদ থেকে বাঁচতে বাস থেকে নামার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ছড়িয়ে পড়ে আতংকও।
শেষমেশ ঘটনাস্থলে মহিষাদল থানার পুলিশ আসে। স্থানীয় বাসিন্দারা জল ঢেলে আগুন নেভায়।
ঠিক কি কারনে আগুন লাগার ঘটনা, তা নিয়ে ধ্বন্ধে সবাই। যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক ধারনা। তবে অগ্নিদ্বগ্ধ চলন্ত বাস থেকে তাড়াতাড়ি করে সব বাসযাত্রী বেরিয়ে পড়ার কারনে বড়সড় বিপদের হাত থেকে সবাই রক্ষা পেয়েছে বলে স্বস্তি পেয়েছে সবাই।