সৃষ্টি সাহিত্য যাপনবহমান ও পরিবর্তননৃপেন্দ্র নাথ ভট্টাচার্য্য২৩/১২/২২
পাহাড়ে উৎপন্ন নদী নিরন্তর বয়ে চলে সুনীল সাগরে,স্থাবর জঙ্গম প্রকৃতি পরিবর্তনশীল প্রবাহমান কেউ বুঝিতে না পারে।মাতৃক্রোড়ে জন্মের পর ঘুরপাক খেয়ে এলাম সত্তর বছর…
সৃষ্টি সাহিত্য যাপন
বহমান ও পরিবর্তন
নৃপেন্দ্র নাথ ভট্টাচার্য্য
২৩/১২/২২
পাহাড়ে উৎপন্ন নদী নিরন্তর বয়ে চলে সুনীল সাগরে,
স্থাবর জঙ্গম প্রকৃতি পরিবর্তনশীল প্রবাহমান কেউ বুঝিতে না পারে।
মাতৃক্রোড়ে জন্মের পর ঘুরপাক খেয়ে এলাম সত্তর বছরে।
অতীত জীবনের সব পরিবর্তন স্মৃতির পাতায় মনে পড়ে।
সময়ের পরিবর্তন সময়ে কেউ বুঝতে নাহি পারি,
কারন সময়ের পরিবর্তন গতি অতি তাড়াতাড়ি।
একদা যে মানুষ ছিল লোমশ দেহধারী
সেই দেহে আজ বিভিন্ন পোশাকের রকমারি।
চলমান পরিবর্তন হচ্ছে অনাদি কাল ধরে
বহমান এ পরিবর্তন কেউ দেখিতে না পারে।
নিত্ত এ পরিবর্তন হচ্ছে যুগ যুগ ধরে
সময়ের তালে চলি মোরা দেখ লক্ষ করে।
সময় চলমান চিরন্তন নেই তার পরিবর্তন
কিন্তু সব কিছুর পরিবর্তন করছে নিরন্তন।
পৃথিবী নিজ কক্ষে প্রতিনিয়ত গতিশীল
পৃথিবীর সাথে সাথেই আমরাও গতিশীল।
এ গতি প্রবাহ যায়না দেখা, যায় না ধরা
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বহমান সবাই আমরা।