Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

ধর্ম নিয়ে শয়তানীদিলীপ  ঘোষ২৩/১২/২০২২ধর্ম, মন্দিরে মসজিদে গীর্জায় থাকেথাকে উপসনাস্থলেথাকে ধার্মিক মানুষের  মনেধর্ম শানিত অস্ত্র হয়যখন  শয়তানের হাতে পড়ে
কোন ধর্ম বলেনি, - অন্য ধর্মকে ছোট করলেধর্মীয়  কারণে দাঙ্গা হাঙ্গামা বাঁধালেতাক…

 


ধর্ম নিয়ে শয়তানী

দিলীপ  ঘোষ

২৩/১২/২০২২

ধর্ম, মন্দিরে মসজিদে গীর্জায় থাকে

থাকে উপসনাস্থলে

থাকে ধার্মিক মানুষের  মনে

ধর্ম শানিত অস্ত্র হয়

যখন  শয়তানের হাতে পড়ে


কোন ধর্ম বলেনি, - অন্য ধর্মকে ছোট করলে

ধর্মীয়  কারণে দাঙ্গা হাঙ্গামা বাঁধালে

তাকে ধর্ম পালন বলে

নিজের আখের গুছোতে, নিকৃষ্ট লক্ষ্যে পোঁছতে

একদল, ধর্মকে নিয়ে বিভাজনের খেলা খ্যালে

ইতিহাস  ভূগোল বিজ্ঞানকে ধর্ষণ করে

বিকৃত যুক্তি তুলে ধরে

কেউ মিষ্টি করে, কেউ উগ্রভাবে।


ধর্মকে নিয়ে ভেদাভেদের খেলা

যারা খ্যালে

শয়তান তারা, ধর্মের মুখোশ প'রে।


আকাশ বাতাস জল সূর্য তারা

কার? সবার

ধর্মের নামে সেখানে হয় না ভাগ

ধর্মের নামে মজুরী বাড়ে না

দাম কমে না জিনিসে

একই দামে কিনতে হয় সকলকে

বাজার থেকে ।


জনজীবনে যাবতীয়  সংকট 

নীতি নির্ধাকরা তৈরী করে

তারাই, একে অপরের বিরুদ্ধে

লড়িয়ে দেয়, ধর্মের নামে

নিজেদের পাপ অন্যের ঘাড়ে চাপিয়ে

নিজেদের দোষ ঢাকে।

রক্তচোষারা চিরকাল দুটি পথ ধরে -

প্রতিবাদীদের মুখ বন্ধ করায়

জোর করে

আর ধর্মের মানুষে মানুষে ভাগ করে

যা নিজেরা মারামারি করে ।


ধর্মের নামে বিভাজন যারা করে

ক্ষতি হবে, তাদের চিনতে না পারলে

সমাজ যাবে রসাতলে

মানবতার মৃত্যু  হলে ।