পিপাসার রঙ10/07/2022*************
তুই ভেজা কাশ ফুল,এলি তুই এই মনে,ছিল প্রেম,নাকি সে -ক্ষনিকের মস্ত ভুল!
ওই ডানা মেলে দেখ -নীলাকাশ , পেজা মেঘ,নয়তো সে ফেরারী গাংচিল।
ব্যাথারা ছিল মন পাড়ায়,সুখ গুলো ছিলো যে ফেরারী,এ মন তোকে যে ছুঁতে…
পিপাসার রঙ
10/07/2022
*************
তুই ভেজা কাশ ফুল,
এলি তুই এই মনে,
ছিল প্রেম,নাকি সে -
ক্ষনিকের মস্ত ভুল!
ওই ডানা মেলে দেখ -
নীলাকাশ ,
পেজা মেঘ,
নয়তো সে ফেরারী গাংচিল।
ব্যাথারা ছিল মন পাড়ায়,
সুখ গুলো ছিলো যে ফেরারী,
এ মন তোকে যে ছুঁতে চায় -
তুই কেনো সুদূরে হারালি ?
দেখ একটু চেয়ে দেখ,
এই আমি বন্ধু তোর,
ভুলে যে গেলী এই আমায়-
নেই কি আর্ মনে তোর?
শোন, লাগছে কেন খুব -
বন্ধু তুই অচেনা,
স্বপ্নরা তোকে যে ছুঁতে চায় -
হয়ে মনের রং মিছিল ।।
_____________/মাধবী💕