সোমবার তথা ২৩ জানুয়ারি ২০২৩ পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন হল। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালা মজুমদার। স্বাধীন…
সোমবার তথা ২৩ জানুয়ারি ২০২৩ পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন হল। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালা মজুমদার। স্বাধীনতা সংগ্রামে নেতাজির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন শিক্ষক স্বরূপকুমার মণ্ডল ও শিক্ষক ভূপেন্দ্রনাথ সিং সর্দার। ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ।
প্রধান শিক্ষিকা মালা মজুমদার জানান, "কালজয়ী মানুষদের বারবার স্মরণ করে এই ধরনের উৎসবে আমরা, ছাত্রছাত্রীরা -- সবাই প্রতিজ্ঞা নিই দেশের জন্য কিছু করার, ভালো কিছু করার।"