বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকতমলুক রামকৃষ্ণ মিশন ও মঠের স্বামী অলীক্তানন্দ মহারাজ ও রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর অভিমত রাজ্যজুড়ে গ্রামীণ সংস্কৃতিক অনুষ্ঠানের গুরুত্ব বাড়ছে সংশ্লিষ্ট এলাকার স্বেচ্ছাসেবী প্রতিষ…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
তমলুক রামকৃষ্ণ মিশন ও মঠের স্বামী অলীক্তানন্দ মহারাজ ও রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর অভিমত রাজ্যজুড়ে গ্রামীণ সংস্কৃতিক অনুষ্ঠানের গুরুত্ব বাড়ছে সংশ্লিষ্ট এলাকার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলির সক্রিয় ভূমিকা গ্রহণ করার জন্য। তিন দিন ধরে চলতে থাকা শেষ দিন অর্থাৎ সোমবার কোলাঘাট ব্লকের পাথুরিয়া বিবেকানন্দ পল্লী উন্নয়ন সমিতির বাৎসরিক অনুষ্ঠানের উপস্থিত হয়ে রাজ্যের মন্ত্রী শ্রী রায় চৌধুরীর আর সংযোজন গ্রামীণ পটভূমিকায় সংস্কৃতিক চেতনা বিকাশের লক্ষ্যে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলি রাজ্যজুড়ে ইদানিং কালে যে ভূমিকা নিচ্ছে তা প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না, এলাকার বিশিষ্ট সমাজসেবী চিত্তরঞ্জন বেরা, সমাজসেবী হিমাংশু শেখর মাইতি সহ বিশিষ্ট জনরা। তিন দিন ধরে চলতে থাকা বিভিন্ন কর্মসূচি উপভোগ করার জন্য উৎসবমুখী মানুষজনদের আগ্রহ লক্ষ্য করা যায়।