Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি আর্ট একাডেমির উদ্যোগে দুদিনের চিত্র প্রদর্শনী,চিত্র কর্মশালা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: মেদিনীপুরের স্বনামধন্য অংকন শিক্ষণ প্রতিষ্ঠান সৃষ্টি আর্ট কর্ণধার বিশিষ্ট চিত্রশিল্পী রাহুল নন্দীর বিশেষ উদ্যোগে মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো দু-দিন ব্যাপী চিত্র প্রদর্শনী , চ…


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: মেদিনীপুরের স্বনামধন্য অংকন শিক্ষণ প্রতিষ্ঠান সৃষ্টি আর্ট কর্ণধার বিশিষ্ট চিত্রশিল্পী রাহুল নন্দীর বিশেষ উদ্যোগে মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো দু-দিন ব্যাপী চিত্র প্রদর্শনী , চিত্র কর্মশালা ও চিত্র অঙ্কন প্রতিযোগিতা । পাশাপাশি অনুষ্ঠিত হলো সংস্থার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিন এই চিত্র কর্মশালা ও চিত্র অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানের দুই চিত্র শিল্পী প্রশান্ত খাটুয়া ও সুব্রত ঘোষ।


এই চিত্র অঙ্কন প্রতিযোগিতায় প্রায় ৩০০-র বেশি প্রতিযোগী এব চিত্র কর্মশালা ৮০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন।দ্বিতীয় দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারী সকলের হাতে মানপত্র ও স্মারক তুলে দেওয়া হয়। এদিন সংস্থার শিক্ষার্থীদের পাশাপাশি আমন্ত্রিত শিল্পীরা আবৃত্তি, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত সহযোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করেন। দ্বিতীয় দিনের সান্ধ্যকালীন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান শিল্পী রাহুল নন্দী।

উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, চিকিৎসক ডাঃ কাঞ্চন ধাড়া, সঙ্গীত গুরু জয়ন্ত সাহা, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, সমাজকর্মী রীতা বেরা,নৃত্যশিল্পী ঈশিতা চট্টোপাধ্যায় ,শতাব্দী গোস্বামী,স্বস্তি মুখার্জী, শাশ্বতী শাসমল,শমীক সিংহ, রাজীব খান,সৈকত মুখার্জী, সঙ্গীত শিল্পী দীপেশ দে সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

এই কর্মসূচিটিকে সাফল্য মন্ডিত করে তুলতে বিশেষ ভূমিকা নেন কুন্তল ,রাহুল ,অনির্বাণ, সৌভিক, সৌমিতা,শালিনী, শ্রেয়া, সোহেলী, সাহানা, সৌমিত্র, রোহন প্রমুখ। দ্বিতীয় দিনের অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন রাহুল বাবুর পরিবারের সকলে। গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সঞ্চালিকা শতাব্দী গোস্বামী চক্রবর্তী। দুদিনের কর্মসূচি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান শিল্পী রাহুল নন্দী।