নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... সম্প্রতি আসামের গৌহাটিতে অনুষ্ঠিত হলো ন্যাশানাল মার্শাল আর্ট গেমস-২০২৩। এই প্রতিযোগিতায় কোচ তাপস দাসের নেতৃত্বে যোগ দিয়েছিলেন মেদিনীপুরের প্রতিযোগীরা।এতে সফল হয়েছেন ১১ জন প্রতিযোগী।সফল প্রতিযোগ…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... সম্প্রতি আসামের গৌহাটিতে অনুষ্ঠিত হলো ন্যাশানাল মার্শাল আর্ট গেমস-২০২৩। এই প্রতিযোগিতায় কোচ তাপস দাসের নেতৃত্বে যোগ দিয়েছিলেন মেদিনীপুরের প্রতিযোগীরা।এতে সফল হয়েছেন ১১ জন প্রতিযোগী।সফল প্রতিযোগীদের মধ্য রয়েছেন মেদিনীপুর শহরের রাঙামাটির বাসিন্দা শিবশঙ্কর দাসের ছেলে সাগর দাস। প্রতিযোগীদের দলটি বুধবার আসাম থেকে মেদিনীপুর ফেরে। সাগর দাস সহ গোটা দলটিকে স্বাগত জানাতে মেদিনীপুর স্টেশনে উপস্থিত হয়েছিলেন রাঙামাটির বাসিন্দা প্রাক্তন ফুটবলার তথা বিজেপির মেদিনীপুর শহর পশ্চিম মন্ডলের সম্পাদক সুশান্ত ঘোষ এবং রাঙামাটির বাসিন্দা তথা ২৫ নং ওয়ার্ড এর বিজেপি সভাপতি দ্বারিকা প্রসাদ।
খেলোয়াড়দের পাশাপাশি কোন তাপস দাসকে শুভেচ্ছা জানানো হয়। সুশান্তবাবু জানান তাঁরা সব সময় খেলোয়াড়দের পাশে রয়েছেন।