বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকবামপন্থী সংগঠন নিখিল ভারত যুব ফেডারেশন ও নিখিল ভারত ছাত্র ফেডারেশনের ডাকে গান্ধী হত্যা দিবসে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রতি সভা অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে সোমবার। সভায় পূর্ব…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
বামপন্থী সংগঠন নিখিল ভারত যুব ফেডারেশন ও নিখিল ভারত ছাত্র ফেডারেশনের ডাকে গান্ধী হত্যা দিবসে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রতি সভা অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে সোমবার। সভায় পূর্ব মেদিনীপুর জেলার সি পি আই এর সম্পাদক গৌতম পন্ডা, এ আই ওয়াই এফের পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক গৌরাঙ্গ কুইলা, এআই এস এফ এর রাজ্য সম্পাদক বিক্রম বাহাদুর মন্ডল, এই আইএস এফের পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি চৈতন্য কুইলা ছাত্রনেতা শ্রীকান্ত জানা, উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন অনিমেষ মান্না।