বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুককেন্দ্রীয় ও রাজ্য সরকার শ্রমিকদের নানাভাবে বঞ্চিত করছে, এই অভিযোগ বামপন্থীরা আজ নয় বহুদিন আগে থেকেই করছে। পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি এআইটিইউসি পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে নিমতৌড়ির চৌরাস্তার মো…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
কেন্দ্রীয় ও রাজ্য সরকার শ্রমিকদের নানাভাবে বঞ্চিত করছে, এই অভিযোগ বামপন্থীরা আজ নয় বহুদিন আগে থেকেই করছে। পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি এআইটিইউসি পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে নিমতৌড়ির চৌরাস্তার মোড়ে কেন্দ্রও রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে জানান দিল শ্রমিকদের অর্জিত অধিকার রক্ষা করতে না পারলে সংগঠনের পক্ষ থেকে আন্দোলনের তীব্রতা আরো বাড়িয়ে নিয়ে যাওয়া হবে আগামী দিনে, প্রয়োজনে জাতীয় সড়ক অবরোধ করার চিন্তা ভাবনা নেওয়া হচ্ছে। শ্রমিক সংগঠনের নেতৃত্ব নবেন্দু ঘড়া, মনোতোষ সামন্ত, গৌরাঙ্গ কুইলা, কার্তিক ঘোষ সহ ব্লক স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। শ্রমিক নেতৃত্ব আবাস যোজনা, পঞ্চায়েতে লুটপাট, জবকার্ড, কেন্দ্র ও রাজ্য সরকারের নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বেনিয়মের বিষয়গুলি উল্লেখ করে