Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টির সাহিত্য যাপন 
শিরোনাম  জীবনের প্রতিফলন
অবহেলা  না, ভালোবেসে দেখতে পারতে এইভাবে যেতে পারতো দিন।আসলে ফেলে আসা জলছবি গুলোর মতো বিস্মৃত হয়েছে সব। হয়তো তুমি তবু অনেকখানি পথ ফিরে যাও -তুমি আসলে কখনোই পুরোটা পথ ফেরো না।পুরনো চেনা…

 


সৃষ্টির সাহিত্য যাপন 


শিরোনাম  

জীবনের প্রতিফলন


অবহেলা  না, ভালোবেসে দেখতে পারতে 

এইভাবে যেতে পারতো দিন।

আসলে ফেলে আসা জলছবি গুলোর মতো 

বিস্মৃত হয়েছে সব। 

হয়তো তুমি তবু অনেকখানি পথ ফিরে যাও -

তুমি আসলে কখনোই পুরোটা পথ ফেরো না।

পুরনো চেনা পথের অনতিদূর বাসস্টপে, 

তার মরচে ধরা কাঠামোয়

বড় অবহেলায় পড়ে থাকে বিকেলের ফালি রোদ

সব মিলেমিশে, ওই যত না বাঁচা জীবন কে হারাতে হারাতে,

জীবনের প্রতিফলনকে ছুঁয়ে যদি দেখতে আরও একটিবার।

তুমি খুব মমতা ভরে  যদি আবারও ফিরে দেখো ...


আমি সৌমিতা