Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

প্রতিদিনের কবিতাশিরোনামে : কিছু অব্যক্ত যন্ত্রনা কলমে : যতীন দাশতারিখ : ২৯.১২.২০২২********************************        # কিছু অব্যক্ত যন্তনা #********************************চাওয়া পাওয়ার হিসেব কষতে কষতে জীবনের শেষের কবিতায়এসে …

 


প্রতিদিনের কবিতা

শিরোনামে : কিছু অব্যক্ত যন্ত্রনা 

কলমে : যতীন দাশ

তারিখ : ২৯.১২.২০২২

********************************

        # কিছু অব্যক্ত যন্তনা #

********************************

চাওয়া পাওয়ার হিসেব কষতে কষতে জীবনের শেষের কবিতায়

এসে কেমন থমকে যায় গভীর

বেদনাগুলো হৃদয়ের কারাগারে।

এমন কিছু যন্ত্রনা আছে তা কখনও

প্রকাশ করা যায় না..... সব সময়ে

ছটফট করি, বলতে চাইলেও বলা

আর হয়ে ওঠে না।

শব্দের খোঁজে রাত ঘুমিয়ে পরে

ক্লান্ত হয়ে দশ বাই দশ ঘরে।

ভীষণ অসহায় লাগে প্রকাশের অভাবে।

সব অঙ্ক সবার জন্যে নয় তেমনি

সব শব্দ সবার জন্যে নয়,

এই সব ভাবতে ভাবতে মনের

পরিবর্তন হয়, প্রতিমুহূর্তে অল্প স্বল্প

বিস্ফোরণ হয়েই চলে সময়ের

কালচক্রে।

চাই বা না চাই, ইচ্ছেগুলো চলে যায়

যন্ত্রনাগুলোকে ফেলে, অনেক দূরে।

গঙ্গার ঘাট একরকম আবার

পার্কস্ট্রিটের মায়াবী আলোর হাতছানি অন্যরকম, শুধু সময়ের

হেরফের।

কত পরিচিত মানুষের সাথে দেখা

হয়, চেনা অচেনার ভীড়ে হারিয়ে

যায়, যদিও বা দেখা হয়,

ব্যস্ততার মাঝে ধৈর্য হারিয়ে ফেলে, 

অন্যজনের বলার ইচ্ছে নেই।

তুব চলার পথে আলাপ নামক

ভেন্টিলেশন থেকে বেড়িয়ে যাবার

সহজ রাস্তা খোঁজে।


শুধু ভেসে যাওয়া, জায়গা ছেড়ে

দেওয়া, সেই কোন উলঙ্গ অতীত

থেকে এই যাত্রা।

নিজের অস্তিত্ব আর একাকিত্বকে

জড়িয়ে স্বপ্ন দেখতে দেখতে

কিছু অব্যক্ত যন্ত্রনাগুলো আর প্রকাশ করা হয় না, অধরা থেকে যায় হৃদয়ের কারাগারে।