Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা-সময়✍️কলমে-মাধবী বিশ্বাস20.12.2022
আচ্ছা সময় তুমি এত তাড়াতাড়ি কেনো চলো বলো তো?একটু ধিরে চলতে পারো না নাকি?এই তো সেই দিন,মায়ের কোল আলো করে,আমি এসেছিলাম মায়ের আঁচল তলে,ভেবেছিলাম,মন প্রাণ ভরে ইচ্ছা মত মা…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা-সময়

✍️কলমে-মাধবী বিশ্বাস

20.12.2022


আচ্ছা সময় তুমি এত তাড়াতাড়ি কেনো চলো বলো তো?

একটু ধিরে চলতে পারো না নাকি?

এই তো সেই দিন,

মায়ের কোল আলো করে,

আমি এসেছিলাম মায়ের আঁচল তলে,

ভেবেছিলাম,

মন প্রাণ ভরে ইচ্ছা মত মায়ের আঁচলের তলে থাকবো ,

কিন্তু না,

তুমি আমার সাথে খুব বেইমানি করলে,

কেনো বেইমানি করলে বলো তো??

তুমি এত জোরে জোরে চললে যে,

দেখতে না দেখতে আমি ,

তোমার কারনে বড়ো হয়ে গেলাম,

আর,আমার ইচ্ছা না থাকলে ও,

মায়ের অনুমতিতে আর মায়ের ইচ্ছাতে আমি,

মায়ের আঁচল থেকে বেরিয়ে,

বিয়ে করে চলে এলাম অন্যের ঘরে,

ধুর ,

সময় তুমি যদি একটু ধিরে ধিরে চলতে তাহলে,

আর কিছু দিন আমি মায়ের আঁচল তলে থাকতে পারতাম,

 সময় এ সব তোমারই দোষ বুঝলে,

কিন্তু জানো তো সময়,

আমার না খুব ইচ্ছা করে,

আর একবার ছোট্ট হয়ে,

মায়ের মমতা ভরা আঁচল তলে শান্তিতে ঘুমাতে,