Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম - "ছুঁয়ে যাবো" কলমে-টিঙ্কু ঘোষ (মিষ্টি) তারিখ - ১৯/১২/২০২২ 
হৃদয়ে রয়েছো তুমি তাই বাতাস হয়ে ছুঁয়ে যাবো, মনে মনে তোমার ছোঁয়া পেয়ে ভীষণ খুশি হবো।মন থেকে ছেড়ে যাও আমায় যদি, নাম দেবো তোমার…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম - "ছুঁয়ে যাবো" 

কলমে-টিঙ্কু ঘোষ (মিষ্টি) 

তারিখ - ১৯/১২/২০২২ 


হৃদয়ে রয়েছো তুমি তাই বাতাস হয়ে ছুঁয়ে যাবো, 

মনে মনে তোমার ছোঁয়া পেয়ে ভীষণ খুশি হবো।

মন থেকে ছেড়ে যাও আমায় যদি, 

নাম দেবো তোমার হারিয়ে যাওয়া ইচ্ছামতি নদী।

কি পেয়েছো জানবো না আর সবকিছুই তোমার আছে , 

মনের মাঝে অসুখ হলে আসবো ছুটে তোমার কাছে।

একটুখানি আশা আছে বসতে দেবে তোমার পাশে, 

রাগ অভিমান যতো আছে উড়িয়ে দেবো এক নিমেষে। 

মেঘ হয়ে উড়ে আসবো তোমার কাছে ভেসে বাতাসে , 

ছোট্টো একফালি জায়গা রেখো বসবো গা ঘেঁষে। 

 কানে কানে বলবো ইচ্ছে ছিল তোমায় কাছে পেতে, 

তুমি খোঁজ রেখেও পারলে না আমায় খুঁজে নিতে। 

🤜🤛❤️❤️মিষ্টি ❤️❤️🤜🤛