Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য পরিবার শিরোনাম-২১'শে ফেব্রুয়ারি বাংলা গর্বকলমে-দেবজিৎ চ্যাটার্জীতারিখ-২১/০২/২০২৩বাংলা মায়ের গর্বে প্রতিষ্ঠা-শহীদ মিনার দৃষ্টান্ত,বাহান্নর ফেব্রুয়ারি সংগ্রামে নিষ্ঠা-রক্ষায় রক্তাক্তে শান্ত।রফিক,সালাম,জব্বার,বরকা…

 


সৃষ্টি সাহিত্য পরিবার 

শিরোনাম-২১'শে ফেব্রুয়ারি বাংলা গর্ব

কলমে-দেবজিৎ চ্যাটার্জী

তারিখ-২১/০২/২০২৩

 

বাংলা মায়ের গর্বে প্রতিষ্ঠা-

শহীদ মিনার দৃষ্টান্ত,

বাহান্নর ফেব্রুয়ারি সংগ্রামে নিষ্ঠা-

রক্ষায় রক্তাক্তে শান্ত।

রফিক,সালাম,জব্বার,বরকাত-

কতো ভাইয়ের রক্ত,

একুশে ফেব্রুয়ারি হলো বরকত

ভাষায় চিহ্নিত ভক্ত।

বাংলা মায়ের গর্ভে রাখে-

নতুন পুরাতন আশা,

আশা নিয়ে ভেসে বেড়ায়-

জেলা জেলার ভাষা।

একটু ডায়ে একটু বাঁয়ে-

একটু উপর নিচে,

একটু একটুতে বেঁচে থাকে-

আজ বাংলা মিশে।

বাংলা মায়ের ভাষায় গর্ব-

বাংলায় রচা ধরণী,

বাংলায় দীক্ষা বাংলায় শিক্ষা-

মাতৃভাষা শেখায় জননী।

বাংলা সাহিত্যে স্বপ্ন স্মৃতি-

সমাজ রয়েছে দ্বীপ্ত,

বাংলা কাব্যে মধুর সৃষ্টি-

রচনায় হয়ে তৃপ্ত।

জীবন হয়ে এক নাট্যশালা-

সত্য বিন্যাসে শ্রেষ্ঠ,

অতীত বর্তমান ভবিষ্যৎ ধারায়-

জীবনীতে রাখে উপদেষ্ট।

হোক'না কোনো প্রসঙ্গে গড়া-

শহরী কিংবা প্রবাসী,

ছন্দ, কবিতা, গল্প, ছড়া-

ছড়ায় বঙ্গের বাঁশি।

যাত্রা, নাটক, গান অনুষ্টান-

সংস্কার সংস্কৃতির দৃশ্য,

মান অভিমান অভিনয় পালা-

মঞ্চস্থে নিখুদ সাদৃশ্য।

এপার বাংলা ওপর বাংলা-

বাংলায় গড়া জ্ঞাতি,

বাংলা আজও দেশ বিদেশে-

উত্তোলনে ধরেছে খ্যাতি।

থাকবে বাংলা অমর হয়ে-

শহীদ মিনারের যোদ্ধা,

বাংলার মান রাখবো অক্ষুন্ন-

কবুলে করজোড়ে শ্রদ্ধা।