Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুলওয়ামা হামলায় শহীদ জোয়ানদের স্মরণ মেচেদার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে

বাবলু বন্দ্যোপাধ্যায়।     কোলাঘাটতমলুক মহকুমার মেচেদার মুক্তধারা সমাজসেবী সংস্থার উদ্যোগে মঙ্গলবার মেচেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ১৪ ই ফেব্রুয়ারি  পুলওয়ামা হত্যাকাণ্ডের যেসব ভারতীয় জোয়ান দেশ রক্ষার্থে শহীদ হয়েছেন তাদের স্ম…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়।     কোলাঘাট

তমলুক মহকুমার মেচেদার মুক্তধারা সমাজসেবী সংস্থার উদ্যোগে মঙ্গলবার মেচেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ১৪ ই ফেব্রুয়ারি  পুলওয়ামা হত্যাকাণ্ডের যেসব ভারতীয় জোয়ান দেশ রক্ষার্থে শহীদ হয়েছেন তাদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হল। মোমবাতি প্রজ্জ্বলন,  ফুলের তোড়া দিয়ে শহীদদের শ্রদ্ধার্ব নিবেদন, সঙ্গে দেশাত্মবোধক গান  ইত্যাদি যুগলবন্দিতে স্মরণসভাটি হয়েছিল বেদনা বিধুর। অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন  এবংবিধ পত্রিকার সম্পাদক সুকুমার মাইতি, সংবাদ সৃজনীর পত্রিকার সম্পাদক বিধান ঘোড়ই, মুক্তধারা  সমাজসেবী সংস্থার কর্ণধার গৌতম রায়  সহ এলাকার গুণীজনরা।